Group Discussion




Powered by Froala Editor

বর্তমানে সাংবাদিকরা নিরপেক্ষতা হারাচ্ছে

Powered by Froala Editor

সাংবাদিকতা একটা পেশা এবং নিরপেক্ষতা এই পেশার একটি বিশেষ দিক। প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকে। তাই বলে তিনি যদি সেটা জোর করে অন্যের ওপর চাপিয়ে দিতে যান, তর্কের খাতিরে তা ধরতব্যের মধ্যে আনা হলেও, তার স্থায়িত্ব বেশিদিন হবে না। কারণ, সাধারণ মানুষ যেমন বোকা নন, তেমনই মেশিন নন – যা বলা হবে, সেই দিকেই তাঁরা এগোবেন। আর এটাও মাথায় রাখা দরকার, সাধারণ মানুষের ভিন্ন মতাদর্শ আছে বলেই, তাঁরা নিজের পছন্দসই মতাদর্শের খবরকে গুরুত্ব দেন। এভাবেই বিভিন্ন সংবাদসংস্থা পরিচিত অর্জন করে, ব্যবসায়িকভাবে সফল হয়।
 
 পক্ষে:
 ● জনপ্রিয়তা এবং আর্থিক উন্নতির জন্যে অনেক সাংবাদিক তাদের পেশাগত নিরপেক্ষতা হারাচ্ছেন।
 ● সামাজিক এবং রাজনৈতিক চাপের কারণে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন যার কারণে তারা সফল ভাবে তাদের দায়িত্ব পালনে অপরাগ।
 ● সামাজিক যোগাযোগমাধ্যম জনতুষ্টিমুলক সাংবাদিকতার কারণে তারা যথার্থ ভাবে মত প্রকাশ করেন না।
 ● রাজনৈতিক ও ব্যক্তিগত সংশ্লিষ্টতার কারণে সাংবাদিকরা নিরপেক্ষ থাকতে ব্যর্থ হচ্ছে।
 ● মালিকানার প্রভাব, বিজ্ঞাপনদাতাদের চাপ এবং আর্থিক স্বার্থ সাংবাদিকদের নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে।
 ● নিজস্ব মতামত প্রকাশের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংবাদিকদের নিরপেক্ষতা।
 ● সাংবাদিকদের ক্ষতিকর মনোভাবে প্রভাবিত করছে।
 ● সাংবাদিকতা এমন এক পেশা যেখানে সব দল ও মতের প্রতি সমান গুরুত্ব দিতে হয়। এমনকি চরম সন্ত্রাসী, জঙ্গি, সাম্প্রদায়িক শক্তিকেও গুরুত্ব দিতে হয় শুধু পেশাগত কারণে। তাদের বক্তব্য শুনতে হয়। অবিকৃতভাবে প্রকাশ বা প্রচার করতে হয়। মতামত দেওয়ার সময় সাংবাদিক তার মতামত স্বাধীনভাবে লিখতে পারেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব থাকলে বা বিরাগ থাকলে বস্তুনিষ্ঠ বা সৎ সাংবাদিকতা করা সম্ভব হয় না। হয়তো সে জন্যই সাংবাদিকতার আন্তর্জাতিক পণ্ডিতরা অনেক আগেই বলে গেছেন : 'সাংবাদিকের বন্ধু থাকতে পারে না। ' যার অভাব বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে।
 
 বিপক্ষে:
 
 ● সঠিক প্রশিক্ষণ এবং নৈতিকতার মাধ্যমে সাংবাদিকরা নিরপেক্ষ থাকতে পারেন।
 ● বিভিন্ন সংবাদ সংস্থায় কাজ করে চলা কর্মরত সাংবাদিকরা সেই সংস্থার কর্মচারী। সব সংস্থাই বিভিন্ন নীতি নিয়ে চলে আর কর্মচারীদের সেই নীতি মাফিক কাজ করতে হয়। কোনও সংবাদ মাধ্যমই প্রত্যক্ষভাবে কোনও রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করেন না। পরোক্ষে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে
 ● সংবাদমাধ্যমের মালিকানা সত্ত্বেও অনেক সাংবাদিক নিরপেক্ষ রিপোর্টিং করছেন।
 ● সমালোচনা সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার জন্য উৎসাহ যোগায়।
 ● নিরপেক্ষতা অর্জন কঠিন হলেও সৎ সাংবাদিকরা তার চেষ্টা করছেন।
 ● বিভিন্ন মতামতের বিচার সাংবাদিকদের দায়িত্ব নয় তাদের কাজ মতামতের উপস্থাপন করা।
 ● বিভিন্ন অত্যাচার নির্যাতন সয়ে এবং অত্যন্ত স্বল্প আয়ের মাধ্যমে দেশের সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। 
 সাংবাদিকরা নিরপেক্ষতা হারিয়েছে - এই অভিযোগের যৌক্তিকতা রয়েছে। তবে, এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। সাংবাদিকদের মধ্যে এখনও অনেকেই নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের জন্য কাজ করছেন।

Powered by Froala Editor