Group Discussion




Powered by Froala Editor

স্যাটেলাইট চ্যানেলই যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ

Powered by Froala Editor

স্যাটেলাইট চ্যানেলই যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ
 পক্ষে:
 
 স্যাটেলাইট চ্যানেল যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ, এর পক্ষে যুক্তি উপস্থাপন করছি।বর্তমান বিশ্বে বিজ্ঞানের বিস্ময়কর অবদান হল স্যাটেলাইট প্রযুক্তি। তাৎক্ষনিকভাবে তথ্য আদান প্রদান, সংবাদ সরবরাহ এমনকি চিত্ত বিনোদনের উগ্র আয়োজনের সাফল্যে গড়ে উঠেছে নতুন এক আকাশ সংস্কৃতি। স্যাটেলাইট আগ্রাসনের কারণে ইউরোপ আমেরিকায় পরিবার প্রথা ভেঙ্গে যাওয়ায় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে হাজার বছর এগিয়ে গিয়েও ধ্বংসম্মুখ সভ্যতায় পরিণত হতে চলেছে। কিছুকাল আগেও স্যাটেলাইট প্রযুক্তি উন্নত বিশ্বের অবসর বিনোদনের একান্ত মাধ্যম ছিল। কিন্তু পরবর্তীতে নিজেদেরই তৈরি স্যাটেলাইট চ্যানেল নামক দানবের হাতে বন্দী হয়ে কেঁদেও মুক্তি পাচ্ছে না। ফলশ্রুতিতে খুন, ধর্ষন, বিকৃত যৌনাচার, আত্মহত্যাা, মাদকাসক্তি এবং অপরাধ সংস্কৃতি তাদের জীবনকে নরকের কুন্ডে পরিণত করেছে। আর এ স্যাটেলাইট সংস্কৃতি মাত্র কয়েক দশকের ব্যবধানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এ আগ্রাসনের শিকার আমাদের দেশ, অবক্ষয়ের যাতাকলে আটকে যাচ্ছে আমাদের সম্ভবনাময়ী যুব সমাজ।বিভিন্ন বিদেশি চ্যানেলে ঢালাওভাবে দেখানো হচ্ছে পারিবারিক কলহ,পশ্চিমা ও ভারতীয় সংস্কৃতির আধিক্য,বিভিন্ন রকমের হত্যাকান্ড,সাংসারিক বিবাদ,বিদেশি গান ইত্যাদি।যার ফলে দেশীয় সংস্কৃতির ওপরেও বিরূপ প্রভাব পড়ছে,যুবসমাজ নিজ সংস্কৃতির অপচর্চা করছে। স্যাটেলাইট আগ্রাসনের কারণে যুব সমাজের মধ্যে জন্ম নিচ্ছে অপরাধ ও অবৈধ যৌন ক্ষুধার সংস্কৃতি। এতে তারা লিপ্ত হচ্ছে নানা অনাচারে পাপাচারে। ফলে সমাজে খুন, ধর্ষণ, রাহাজানি, পরকিয়া,রেষারেষি,মদ্যপান, উত্যক্ত করাসহ ইত্যাদী অপকর্মগুলো বেড়েই চলছে। এ দেশের অধিকাংশ বাণিজ্যিক সিনেমায় ভারতের সিনেমার কাহিনীই শুধু নকল করা হচ্ছে না, গানের সুর, নাচের মুদ্রা, নায়ক নায়িকাদের পোশাক সবই হিন্দির অনুকরণে হচ্ছে।যুবসমাজের ওপর সিনেমা, টিভি, বিভিন্ন প্রকার সংবাদপত্র, এসবের কুপ্রভাব অত্যন্ত বেশি। তারা অনেক সময় এসব উদ্ভট ও অবাস্তব কাহিনিকে বাস্তব জীবন বলে চালিয়ে দিতে গিয়ে মারাত্মক ভুল করে বসে। অপসংস্কৃতি গ্রাস করছে যুবসমাজকে। বর্তমানে খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এসব কার্যকলাপের মূলে রয়েছে অপসংস্কৃতির প্রভাব। এদেশের সিনেমায় অশ্লীলতাও এসেছে হিন্দির প্রভাবে। এই সকল কারণে আমাদের যুবসমাজ আজ অবক্ষয়ের দ্বারপ্রান্তে।যা রীতিমত আঁতকে উঠার মত। আতংকগ্রস্ত করে তুলেছে দেশের সচেতন নাগরিকদের।
 বিপক্ষে :
 শুধুমাত্র স্যাটেলাইট আগ্রাসনকেই যুবসমাজের অবক্ষয়ের জন্য মূল কারন হিসেবে দায়ী করা যায় না,বরং এর পেছনে আরও অনেক কারণ থাকে।শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেল ও বিদেশি সংস্কৃতির প্রভাব গোটা একটি জাতির অবক্ষয়ের মূল কারণ হতে পারে তা আমি মনে করি না।বর্তমানে যুবসমাজের অবক্ষয়ের পেছনে অনেক ব্যাপার সক্রিয়ভাবে ভূমিকা রাখে,যেমন:জীবনের আদর্শ ও মূল্যবোধের অভাব, মাদকদ্রব্যের ভূমিকা, বেকারত্ব,শিক্ষাঙ্গনে সন্ত্রাস,সমাজে অপশাসন, দুর্নীতি এবং অরাজকতা বৃদ্ধি পাওয়া,ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি,ভুল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ,অনলাইনের ঠুনকো আসক্তি,শিক্ষা নিয়ে নিজের ভেতরে অহেতুক দাম্ভিকতা,গেমস খেলায় আসক্তি,মাদক এবং নেশাদ্রব্য।এছাড়া যুবসমাজের অবক্ষয়ের কারণ হিসেবে আমরা দেখি-ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অসৎ সঙ্গ, নগরজীবনের একঘেয়েমি, নির্মল আনন্দ-বিনোদনের অভাব, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক অসচ্ছলতা, মানবিক মূল্যবোধ তৈরির নৈতিক শিক্ষার অভাব ইত্যাদিকে।সুতরাং আমরা বলতে পারি স্যাটেলাইট আগ্রাসনকে যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ হিসেবে দায়ী করা যায় না কারণ যুবসমাজের অবক্ষয়ের পেছনে আরও অনেক কারণ থাকে।

Powered by Froala Editor