পিংকির আজ জন্মদিন। আজ রাত চারটায় তার বাবার চট্টগ্রাম থেকে আসার কথা। কিন্তু তিনি আসতে না পাড়ায় ------
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
পিংকি মন খারাপ করল না বরং সে তার বন্ধু-বান্ধবী ও আত্মীয় স্বজনদের নিয়ে যথাসময়ে জন্মদিন পালন করল। সে মনে করল তার বাবা একজন দায়িত্ববান জিডিপি অফিসার, হয়তো কোনো কাজে আটকা পড়েছে। পরদিন সকাল বেলা পিংকিকে তার বাবা একটা শুভেচ্ছা উপহার দিল, যার ফলে পিংকি অত্যন্ত খুশি হলো।
Powered by Froala Editor
টিপুর বয়স যখন তিন বছর তখন তার বাবা মারা গেল। তারপর -----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
টিপুর মা চিন্তা করলেন টিপুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাকে ভেঙে পড়লে চলবে না। তিনি ছিলেন একজন শিক্ষিত মহিলা, তাই তিনি স্কুল শিক্ষিকার চাকরি নেন এবং টিপুকে পড়ালেখা করান। বর্তমানে টিপু এইচএসসি পাস করে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি হিসেবে যোগদান করেছেন।
Powered by Froala Editor
আলমগীর লঞ্চে করে বাড়ি ফিরছে। লঞ্চের অধিক যাত্রীর জন্য লঞ্চটি ডুবুডুবু করেছে। তখন ---
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
সে লঞ্চ চালককে ধীরে এবং সাবধানে লঞ্চ চালানোর জন্য বলল। যেসব যাত্রী লঞ্চে চলাফেরা করছিল তাদের চলাফেরা করতে নিষেধ করল এবং পরিশেষে লঞ্চটি নিরাপদে ঘাটে ফিরল।
Powered by Froala Editor
আগামীকাল হরতাল। অথচ ফরিদকে বাড়ি থেকে ঢাকা যেতে হবে। আগামীকাল ----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
তার একটি চাকরির ইন্টারভিউ আছে। তখন সে রাতেই নৈশকোচে ঢাকা যাত্রা করল এবং পরদিন সকালে একটি পুলিশের গাড়ির সহায়তায় ইন্টারভিউ কেন্দ্রে গেল এবং সে ইন্টারভিউতে খুব ভালো করল। এবং যখন হরতাল প্রত্যাহার করা হলো তখন সে নিরাপদে বাড়ি ফিরে গেল।
Powered by Froala Editor
বিশ্ববিদ্যালয় পাস করে শহীদকে গ্রামে যেতে হবে তা সে কখনো ভাবেনি। কিন্তু ----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
তবুও তাকে গ্রামে আসতে হলো। গ্রামে এসেই দেখল এখানকার লোকজন শিক্ষার দিক দিয়ে অনেক নিচে পড়ে আছে। তার বাবার ছিল অনেক সম্পত্তি। সে একটা স্কুল তৈরি করল এবং সেখানে শিক্ষকতা আরম্ভ করল। সে গ্রামের ছেলেমেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিল। এভাবে একদিন তার গ্রাম হতে নিরক্ষরতা দূর হয়ে গেল।
Powered by Froala Editor
ষোড়শী রিতা আমাকে দেখেই ভীষণ চিৎকার করে উঠল। কারণ সে ----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
কখনো চিন্তাও করেনি যে আমি ওদের বাসায় যাব। আমি বিএমএ-তে চান্স পেয়েছি। কয়েকদিন পর ট্রেনিং করতে যাব। রিতা আমার সহপাঠী। আমি তাকে খবরটি দেয়ার জন্য এসেছি। রিতা আমার খবর শুনে খুবই আনন্দিত হলো।
Powered by Froala Editor
হাসান ও জামান ঘনিষ্ঠ বন্ধু। পাশের বাড়ির সুন্দরী চিনু তাদের বন্ধুত্বের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। ----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
একদিন তারা দুজন প্রতিজ্ঞা করল যে, আমাদের মধ্যে যে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে সে-ই চিনুকে বিয়ে করবে। এরপর তারা কঠোর পরিশ্রম করতে লাগল। শেষ পর্যন্ত দেখা গেল তারা দু'জন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করল। তারপর হাসান চলে গেল বাংলাদেশ মিলিটারী একাডেমীতে এবং জামান উচ্চ শিক্ষার্থে আমেরিকা চলে গেল।
Powered by Froala Editor
অপু ও তপু দুই অন্তরঙ্গ বন্ধু এবং তারা দুই ফুটবল দলের সমর্থক। একদিন তারা খেলা দেখতে স্টেডিয়ামে গেল ----
Powered by Froala Editor
Details দেখো
Powered by Froala Editor
এবং খেলার এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে তপুর সমর্থক দল একটি গোল করল। অপু তাতে মন খারাপ করল না। কারণ দুই দলই খুব ভালো খেলছে। কিছুক্ষণ পর দেখা গেল, অপুর সমর্থক দল একটি গোল করেছে। শেষ পর্যন্ত খেলা অমীমাংসিতভাবে শেষ হলো। অপু ও তপু খুশি মনে বাড়ি ফিরল।
Powered by Froala Editor