রফিকের অনিচ্ছা সত্ত্বেও পতিতালয়ে গিয়েছিল। কারণ ⸻⸻
Powered by Froala Editor
Hint: সে একজন সাংবাদিক। রিপোর্ট তৈরি করার কাজে তাকে যেতে হয়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
বাড়িতে বকাবকি শুনে সুমন বিষণ্ণ মনে বন্ধু রুবেলের বাসায় যাবে বলে রওনা দিল ⸻⸻
Powered by Froala Editor
Hint: বন্ধু রুবেল তাকে সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে বলে যে তার ভালোর জন্যই তার বাবা মা তাকে বকা দিয়েছে।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
রেজা অত্যন্ত মেধাবী ছাত্র। অনেক স্বপ্ন নিয়ে পড়াশুনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল কিন্তু হঠাৎ ⸻⸻
Powered by Froala Editor
Hint: প্রথম প্রথম তার একটু কষ্ট হলেও সে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেয়। এখন সে পড়ালেখার পাশাপাশি টিউশন করায়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
আরিফ সাহেব সৎ এবং যোগ্য পুলিশ অফিসার। তিনি একদিন ⸻⸻
Powered by Froala Editor
Hint: ছুটিতে ছিলেন। হঠাৎ অফিস থেকে ফোন এল যে জরুরি কাজে তাকে যেতে হবে। তিনি গেলেন কারণ তার কাছে ছুটির চেয়ে পেশাদারিত্ব বড়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
তারেক অনেক আশা নিয়ে ঢাকা শহরে এসেছে ⸻⸻
Powered by Froala Editor
Hint:সে তার পড়ালেখার পাশাপাশি স্কুলের ছাত্রদের টিউশন করাচ্ছে।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
শাহেদ মানসিকভাবে অসুস্থ। তার পিতামাতা একদিন হঠাৎ ⸻⸻
Powered by Froala Editor
Hint: ঢাকায় আসেন এবং একজন মানসিক ডাক্তারের শরনাপন্ন হন। ডাক্তারের চিকিৎসায় শাহেদ এখন অনেকটা সুস্থ।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
করিম সাহেব নাইট কোচে ঢাকা আসছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ ⸻⸻
Powered by Froala Editor
Hint: তার ফোন বেজে ওঠে। তার ছোট মেয়ে তার সাথে কথা বলতে চায়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
রহিম একজন আদর্শ কৃষক। তার চোখে রঙিন স্বপ্ন ফসল ভরা মাঠ। কিন্তু ⸻⸻
Powered by Froala Editor
Hint: তার জমিতে হঠাৎ কিছু পতঙ্গের আবির্ভাব হয়। তিনি উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
আবিদ তার বান্ধবীর সাথে খোশগল্প করছে। বাইরে বৃষ্টি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল ⸻⸻
Powered by Froala Editor
Hint: তখন আবিদ তার গাড়িতে করে তার বান্ধবীকে বাসায় পৌছে দেয়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
সজিত আজ চাকরির প্রথম বেতন পেয়েছে। সে ঠিক করল ⸻⸻
Powered by Froala Editor
Hint: তার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাবে।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
সাতিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি থেকে খবর আসল তার মা অসুস্থ। সে বাড়ি গিয়ে দেখতে পেল ⸻⸻
Powered by Froala Editor
Hint: তার মায়ের অবস্থা ভালো নয়। সে তৎক্ষনাৎ তার মাকে হাসপাতালে নিয়ে যায়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
শামীমা যেমনি রূপসী তেমনি অহংকারী। একদিন বিশ্ববিদ্যালয়ে যাবার পথে ⸻⸻
Powered by Froala Editor
Hint: তার বাল্যবন্ধু তামিমার সাথে দেখা হয়। বহুদিন পর দেখা হওয়ায় তারা একে অপরের খোঁজ খবর নেয়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
সদ্য বিবাহিত দম্পতি বিকালে রিকশা যোগে বাসায় ফিরছিল। পথে তারা দেখতে পেল ⸻⸻
Powered by Froala Editor
Hint: একটি দরিদ্র শিশু ক্ষুধায় কাদছে। দম্পতি রিকশা থামিয়ে শিশুটিকে এক পিস রুটি কিনে দেয়।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
রুমা বড়লোকের একমাত্র মেয়ে। জাভেদ রুমাকে ভালোবাসে। একদিন রমনা পার্কে হাঁটতে হাঁটতে ⸻⸻
Powered by Froala Editor
Hint : রুমা বলল তাদের স্বপ্ন পূরণের জন্য তাদের উভয়েরই একটি ভালো ক্যারিয়ার দরকার। যার জন্য এখন থেকেই ভালোমতো পড়ালেখা করতে হবে।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
আসমা ও নিপা ঘনিষ্ঠ বান্ধবী। এলাকার সকল মেয়ে তাদের বন্ধুত্বে ঈর্ষান্বিত। একদিন ⸻⸻
Powered by Froala Editor
Hint: তারা একজন বিপদগ্রস্ত লোককে দেখে এগিয়ে গেল।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
রীমা এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় তার মামার বাড়িতে আসলে পাশের বাড়ির একটি ছেলে তাকে প্রেম নিবেদন করায় ⸻⸻
Powered by Froala Editor
মেহেদী ও অদিতি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী। একদিন ক্লাস শেষে ⸻⸻
Powered by Froala Editor
Hint: তারা জানতে পারল তাদের এক সহপাঠী অসুস্থ, যার জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্ত লাগবে। মেহেদীর বি পজিটিভ রক্ত। তাই সে সেই সহপাঠীকে রক্ত দিয়ে তার জীবন রক্ষা করে।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor
কালা মিয়া ঢাকায় নতুন আসল। সে ঢাকার সৌন্দর্য দেখে বড়ই বিমুগ্ধ হলো এবং ভাবল ⸻⸻
Powered by Froala Editor
Hint: তিনি তার পরিবারকে ঢাকায় ঘুড়াতে নিয়ে আসবেন।
Powered by Froala Editor
নিজে নিজে চেষ্টা করো।
Powered by Froala Editor