Before ISSB

গ্রীন কার্ডের মেয়াদ কতদিন?

গ্রীন, ইয়ালো ও রেড কার্ড তিন কার্ডের মেয়াদ একবছর

গ্রীন কার্ড পেয়ে অন্য বাহিনীতে শিফট করতে চাইলে কি করতে হবে?

NOC ( No Objection Certificate) করতে হবে। NOC  এর যাবতীয় প্রসিডিউর হেডকোয়ার্টার থেকে বলে দিবে

আমার চুল পেকে গেছে বা চুল কম তারা আমাকে সিলেক্ট করবে?

চুল ও শারীরিক অন্যান্য জটিলতা স্ব স্ব বাহিনীর মেডিকেল বোর্ড দেখবে। আইএসএসবির কর্মকাণ্ডের মধ্যে মেডিকেল ইস্যু আওতাভুক্ত নয়। তবুও মাথায় চুল না থাকা নিয়েও অনেকে একাডেমিতে জয়েন করে। চুল পেকে গেলেও যদি বিশেষ কোন জটিলতা না থাকে আপনি একাডেমিতে জয়েন করতে পারবেন গ্রিনকার্ড পেলে।

আমি যদি গুরুত্বপূর্ণ/প্রসিদ্ধ কোনও ব্যক্তির দ্বারা সুপারিশ করি তাহলে আমার গ্রীন কার্ড পাওয়ার জন্য এটা কতটুকু কার্যকরী হবে?

আইএসএসবি-তে আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। আপনার কল আপ লেটারে রেড রিমার্ক থাকে । সেখানে বলা থাকে “আপনাকে আগে থেকেই পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার পরীক্ষার আগে বা চলাকালীন আপনার সুপারিশের জন্য কেউ সরাসরি বা পরোক্ষভাবে ISSB-এর কাছে শারীরিকভাবে বা কারও মাধ্যমে যোগাযোগ করবেন না। এটির যে কোনও লঙ্ঘন আপনার প্রত্যাহারের মাধ্যমে শাস্তিযোগ্য হবে।”

ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আইএসএসবি কোনও ছাড় দেয় ?

আইএসএসবি সিলেকশন স্ট্যান্ডার্ডে কোনো পার্থক্য নেই, তবে গ্রাউন্ড টাস্কে কিছু ভিন্নতা আছে।  বিস্তারিত দেখতে আইএসএসবির ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ করা হলো।

একটি গ্রুপ/ব্যাচ/কোর্স থেকে কতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয় ?

একটি ব্যাচ বা গ্রুপ থেকে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা নেই। যদি আপনি একটি গ্রুপ/ব্যাচের সবাই প্রয়োজনীয় রিকুয়েরমেন্টের মান পর্যন্ত যোগ্য হন, তাহলে আপনাদের সবাইকে নির্বাচিত করা হবে ।

গ্রীন কার্ড পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কী ?

আপনাকে ফ্রি  এবং স্বতঃস্ফূর্ত হতে হবে। খুব বেশি দৃঢ় মনোবলের অধিকারী হবেন না যে আপনাকে গ্রীন কার্ড পেতেই হবে যে করেই হোক। এতে আপনার মধ্যে অস্বাভাবিক উত্তেজনা তৈরি হতে পারে।

আইএসএসবি মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে?

নাহ আইএসএসবিতে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।  আপনার একান্ত প্রয়োজন হলে নিয়ে যেতে পারবেন তবে আইএসএসবি গেট দিয়ে প্রবেশ করার সময় মোবাইল স্টাফদের নিকট জমা দিতে হবে ।

আইএসএসবিতে আমি যদি অসুস্থ হয়ে যাই কিংবা ইনজুরি হই তাহলে কি হবে?

আপনাকে ফুলটাইম মেডিকেল কভার দেওয়া হবে। প্রয়োজনে প্রার্থীদের ঢাকার সিএমএইচে চিকিৎসা করা হবে। 

পিতা-মাতা আমার সাথে আইএসএসবিতে যেতে পারবে? তারা আমার জন্য বাহিরে অপেক্ষা করতে পারবে?

সাধারণত তাদের প্রয়োজন হয় না, তবে তারা ১ম দিনে যেতে পারবে  এবং স্ক্রীনিং পরীক্ষার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে পারে। তারা আপনাকে গ্রহণ করতে আবার শেষ দিনে আসতে পারে।

ওয়াসরুমে নাকি পানি বন্ধ রেখে দেয় ক্যান্ডিডেটদের পরিক্ষা করার জন্য তারা কতটা সচেতন?

সম্মপূর্ন ভিত্তিহীন কথা। প্রতিটি ওয়াসরুমে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ থাকে।

টেস্টিং হলের এয়ারকন্ডিশনার নাকি খুব বেশি কমিয়ে রুম শীতল করে দেয়া হয় যেন ক্যান্ডিডেটদের চিন্তা শক্তি কমে যায় ?

এমন কখনোই করা হয়না টেস্টিং হলে সাইকোলজিস্ট এবং জিডিওরাও উপস্থিত থাকেন। এমনটা কখনোই করা হয়না। সব সময় মডারেট ভলিউম ব্যবহার করা হয়ে থাকে। 

PGT, HGT ও কমান্ড টাস্কের সময় কমান্ড কি বাংলায় নাকি ইংলিশে বলতে হবে?

আপনি যেকোনও ভাষাই ব্যবহার করতে পারবেন। জিটিও স্যাররা মজা করে বলে থাকে তুমি উর্দু পারলে উর্দুতেও কমান্ড দিতে পারো।

যদি গ্রিন কার্ড পাই তবে এইবারের কোর্সে জয়েন দিতে না চাই সে ক্ষেত্রে কি করবো?

স্বেচ্ছায় জয়েন করতে না চাইলে আপনাকে বাহিনীর হেডকোয়ার্টার বরাবর আবেদন করতে হবে। কেন জয়েন করতে চান না আবেদনে তা কারণসহ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে

অফিস্যাররা বিয়ের পার্মিশন কখন পায়?

Powered by Froala Editor

সাধারনত ২৬ বছর হলে পার্মিশন পেয়ে যায় অথবা ৬ বছরের সার্ভিস প্রদান করতে হবে।  

Powered by Froala Editor

BMA SHORT COURSE করে সর্বচ্চো কোন RANK পর্যন্ত যেতে পারে?

শর্ট কোর্স থেকে সর্বোচ্চ মেজর জেনারেল হতে পারবে এর উপরে না।

তবে মেডিকেল কোর এ মেজর জেনারেল আছে,কিন্তু বাকি গুলোতে ব্রিগেডিয়ার জেনারেল।

লং কোর্সের অনেক অফিসারই যোগ্যতার অভাবে মেজর এর পরে অবসর নিয়ে থাকে।

সুতরাং এখানে যোগ্যতা অনেক বড় একটা বিষয়।

গ্রীন কার্ড পাবার পর যদি মেডিক্যাল আনফিট দেয় তাহলে ট্রিটমেন্ট করে আবার আপিল করার জন্য কতো দিন সময় দেয়? এবং প্রসেসটা কি?

Medical board & ISSB board different. গ্রিনকার্ড পেলে এবং একই সময়ে টেম্পোরারি আনফিট হলে টাইম দিবে। ফিট হতে পারলে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। 

রেডকার্ড থেকে ডেকে এনে কি পরবর্তীতে গ্রিনকার্ড দেয়া হয়? 

অনেক আগে দেয়া হতো শর্ট কোর্সে এখন এমনটা দেখা যায়না। 

Last chance. After January 2024 I'll cross the age limit. Send e-mail, sms but ISSB didn’t reply. What should i do, sir?

Submit application to ISSB president immediately.