Medical

নকনি (knock knee)  আছে ঠিকই হচ্ছেনা চেষ্টায় আছি এইটা কি অনেক সমস্যা করে?

Powered by Froala Editor

সমাধানের অনেক পদ্ধতি আছে এগুলা প্রয়োগ করে যদি ঠিক না হয় তবু একবার প্রিলিমিনারি মেডিক্যাল চেকাপের জন্য যাওয়া উচিত। 

Powered by Froala Editor

বিমান বাহিনীতে মেডিক্যাল/ ভাইভা কি হার্ড হয়?

Powered by Froala Editor

চিকিৎসা মানদণ্ডের উপর নির্ভর করে, জিডিপির জন্য এটি অন্যদের তুলনায় একটু বেশি নির্দিষ্ট/মান

Powered by Froala Editor

পলিপাস অপারেশন করালে কি মেডিক্যাল চেকআপ এ কোন সমস্যা হবে?

Powered by Froala Editor

না

Powered by Froala Editor

আমি শুনছি মেডিক্যাল এ নাকি ১ ইঞ্চি হাইট কমিয়ে ধরে হাইট মাপে এইটা কি সঠিক?

Powered by Froala Editor

অফিস্যারের উপর ডিপেন্ড করবে। সাধারণত মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তখন তার হাইট ১ ইঞ্চি এর কাছাকাছি বেড়ে যায় গ্রাভিটির ইফেক্টের কারনে। তাই হয়তো ১ অথবা আধা ইঞ্চি কমিয়ে ধরার একটা প্রবণতা দেখা যায়। তবে আপনি যদি মনে করেন আপনার হাইট ৫.৪ ইঞ্চি তবে অবশ্যই মেডিক্যাল টেস্টে ফিট হতে পারেন। এমন অনেকেই আছে যারা কাটায় কাটায় ৫.৪ ইঞ্চি হয়েও একাডেমিতে জয়েন করেছে।  

Powered by Froala Editor

দাত আঁকাবাকা থাকলে কি মেডিকেলে সমস্যা হয়?

Powered by Froala Editor

দাত আঁকাবাকা থাকলে সাধারণত তেমন সমস্যা হয় না। তবে এক দাতের উপর আরেক দাত থাকলে অথবা দাত ভাঙা থাকলে মেডিকেল আনফিট দেয় বেশির ক্ষেত্রে।

Powered by Froala Editor

নাকের হাড্ডি বাকা অথবা পলিপ্স থাকলে কি বাদ পড়তে পারে?

Powered by Froala Editor

এক্ষেত্রে ৫০/৫০ চান্স আছে বাদ পড়ার। তবে ক্ষেত্রবিশেষে মেডিকেল অফিসার ক্যান্ডিডেটকে সার্জারি করে ঠিক করার সাপেক্ষে ফিট দিতে পারে। 

Powered by Froala Editor

হাতে কাটা দাগ থাকলে কি বাদ পরে?

Powered by Froala Editor

যদি মেডিকেল অফিসার মনে করেন যে কোনো দূর্ঘটনাবশত এই দাগ, তবে তিনি সুযোগ দিতে পারেন। তবে যদি ক্যান্ডিডেট ইচ্ছাকৃত ভাবে নিজের হাত কেটে থাকে বলে বুঝা যায় সেক্ষেত্রে কোনো সুযোগ থাকে না।

Powered by Froala Editor

নির্ধারিত ওজনের চেয়ে কম বা বেশি হলে কি মেডিকেল টেস্ট পাশ করা সম্ভব?

Powered by Froala Editor

ওজন কম হলে সাধারণত তেমন একটা অসুবিধা হয় না। তবে বেশি হলে অর্থাৎ ওভার ওয়েট হলে বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেলে বাদ পরে। তবে মেডিকেল অফিসার যদি মনে করেন যে আইএসএসবি পরীক্ষার আগে ক্যান্ডিডেট ওজন কমাতে পারবে, সেক্ষেত্রে তিনি সুযোগ দিতে পারেন।

Powered by Froala Editor

উচ্চতা কম হলে কি মেডিকেল টেস্ট পাশ করা সম্ভব?

Powered by Froala Editor

না। উচ্চতা ৫’'৪” এর কম হলে মেডিকেল পাশ করা সম্ভব নয়।

Powered by Froala Editor

ফ্ল্যাট ফিট থাকলে কি বাদ দেওয়া হয়, এর সমাধান কি?

Powered by Froala Editor

আনফিট দিতে পারে তবে কিছুটা কম হলে মেডিকেল অফিসার সুযোগ দিতেও পারেন। বাজারে ফ্ল্যাট ফিটের জন্য একরকমের অর্থোপেডিক জুতা পাওয়া যায়। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 

Powered by Froala Editor

হাটুর সাথে হাটু লেগে গেলে কি বাদ দেওয়া হয়, এর সমাধান কি?

Powered by Froala Editor

সাধারণত এক্ষেত্রে বাদ দেওয়া হয়। তবে মেডিকেল অফিসার যদি মনে করেন যে আইএসএসবি পরীক্ষা এর আগে ক্যান্ডিডেট এই সমস্যা সমাধান করতে পারবে, সেক্ষেত্রে তিনি সুযোগ দিতে পারেন। দুই হাটুর মাঝে শক্ত কোলবালিশ দিয়ে দীর্ঘদিন ঘুমালে এটা অনেকক্ষেত্রে ঠিক হয়।

Powered by Froala Editor