আমি সর্বদা আমার বন্ধুদের সৎ উপদেশ দিয়ে থাকি, তাদের বিপদে-আপদে ভাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা, বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও তাদের সাথে সব সময় বড় কোনো ধরনের বিষয় নিয়ে হাসি ঠাট্টা থেকে বিরত থাকার চেষ্টা করি বিধায় আমার বন্ধু বান্ধবীরা আমাকে ম্যাচিউর, সৎং ও ভাল বুদ্ধি দাতা, পরিকল্পনা কারী, সহায়তাকারী বন্ধু, ধার্মিক ও হাসি। খুশি হিসেবে মনে করে থাকে।