Self Assessment




সমালোচনাকারী ও বিদ্রূপকারী তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

কোন মানুষ ভুলের উর্ধে নয়। তাই আমি মনে করি আমারও কোন ভুল রয়েছে। আমি অনেক সময় আমার অনেক সমালোচনাকারীকে বলতে শুনেছি যে, তারা মনে করে থাকেন যে আমি কোন কাজ কখনো শুরু করলে তা শেষ না করা পর্যন্ত কখনোই হাল ছাড়ি না। তাই তারা আমাকে খুব জেদী হিসেবে মনে করে থাকেন। এছাড়াও তারা আমাকে সর্বদা একজন ধার্মিক মানুষ হিসেবে মনে করে থাকেন। অপরদিকে, আমি অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মুখের উপরে সত্য কথা বলে দেওয়াতে অনেক সময় বিদ্রূপকারী রা আমার এই মুখের উপরে সত্য কথা বলে দেওয়া বিষয়টি নিয়ে কথা বলে থাকেন। এছাড়াও অনেকে আমার পরীক্ষায় ভালো ফলাফল করা দেখে বা আমার ভালো কিছু অর্জন করা দেখে অনেক সময় সমালোচনা ও বিদ্রুপ করে থাকে বা হিংসা করে থাকে।

তোমার ১০ টি গুণ ও ১০ টি দোষ নিজের ভাষায় লিখ।

Powered by Froala Editor

ভাল গুণ

1. স্বদেশপ্রেমী।

2. সত্যবাদী।

3. নীতিবান ও ন্যায় পরায়ণ।

4. পরিশ্রমী।

এভাবে নিজের গুণ ও দোষ গুলো লিখতে হবে

Powered by Froala Editor