Before ISSB




GC পাওয়ার ক্ষেত্রে পরিবার / বাবা মার শিক্ষাগত যোগ্যতা এগুলোর ভূমিকা আছে কি? থাকলে কতোটুকু?

A little

গ্রীন কার্ড পাওয়ার পর এইচ এস সি তে কাম্য রেজাল্ট না হলে কি করনীয়?

Appear HSC again, Apply for next course again and Appear ISSB.

গ্রিন কার্ড পেয়ে একাডেমি join করার সময় ভার্সিটি থেকে কি ছাড়পত্র নিতে হবে process টা একটু বললে সুবিধা হতো?

কোন ছাড়পত্র লাগবে না।

BMA তে থাকা অবস্থায় কারো হাত পা ভাঙ্গে গেলে কি বাদ দেওয়া হবে? 

নির্দিষ্ট টাইমের মধ্যে ঠিক না হলে বাদ দিয়ে দিবে।আর অস্থি তরুনাস্থি ছিড়ে গেলে কেন কথাই নাই।

এরপর আপনাকে  বিইউপি অথবা এমআইএসটিতে পড়াশোনার সুযোগ দেয়া হবে। সেখানে টিউশন  ফি দিয়ে আপনার গ্রাজুয়েশন শেষ করতে হবে। 

Army/Navy/Air Force কোনটিতে টিকে গেলে কি জয়েন করা আবশ্যক হয়ে যায়? ধরুন আমি BAFA তে ISBB সহ সমস্ত ফাইনাল মেডিক্যাল টেস্ট সহ অফিসার ক্যাডেটে টিকে গেলাম। এখন জয়েন না করলে কি সমস্যা করবে?

একটা ঘটনা বলি। প্রথমে ISSB তে গ্রিনকার্ড, পরে বুয়েটে মেরিট আসার পর আর বিএমএ ট্রেনিং এ জয়েন করা হয়নি। জয়েন করতে না চাইলে, পারিবারিক বা অন্যকোনো কারণ দেখিয়ে যথাযথ কর্তৃপক্ষকে এপ্লিকেশন লিখে জানাতে হয়।

আর এপ্লিকেশন না দিলে, এরপরে আর জয়েনের সুযোগ দেয় না। (অবশ্য এরপর আর কিছু কোর ছাড়া আর জয়েনের-ই বা সুযোগ থাকে কই)। এরকম অনেক ঘটনাই আছে।

বিএমএ তে প্রশিক্ষণ চলাকালীন বাসায় আসার সুযোগ কেমন?

বছরে দুইটা টার্ম। ছয়মাস করে। আর্মি ও নেভিতে মিডটার্ম ও ফাইনাল টার্মের এক্সাম শেষে ভেকেশন দেওয়া হয় তখন বাসায় আসা যায় অর্থাৎ ৩ মাস পরপর। আর এয়ার ফোর্সে একদম টার্ম এক্সাম শেষে ভেকেশন দেওয়া হয় । তারা মিডটার্মের ভেকেশন পায় না। অর্থাৎ ৬ মাস পরপর বাসায় আসতে পারবেন

Every term consists of 24 weeks. Among those, 4 weeks is leave.

Generally two types of leaves are provided. After 11 weeks- 01 week and after 21 week- 03 weeks.